Wednesday, January 24, 2018

নিয়োগ বিজ্ঞপ্তি, ২৪-০১-০১৮

Society Development Committee (SDC)-র ক্ষুদ্রঋণ কার্যক্রমে জুনিয়র সহকারী হিসাব রক্ষক পদে মোট ১৫ জন লোক নিয়োগ দেওয়া হবে।
আবেদন জমা দেয়ার শেষ তারিখ ও স্থান-
আগ্রহীদের আগামী ০৮-০২-২০১৮ তারিখের মধ্যে Society Development Committee (SDC), প্রধান অফিস, ১নং সড়ক, গোয়ালচামট, ফরিদপুর অফিসে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়-
আগামী ০৯-০২-২০১৮ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় Society Development Committee (SDC),প্রধান অফিস, ১নং সড়ক, গোয়ালচামট, ফরিদপুর অফিসে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে।

 No automatic alt text available.

No comments:

Post a Comment

LAST POST

PKSF INTERNAL AUDIT

LAST YEAR